রাজশাহীর তানোরে একটি গভীর নলকূপের পরিত্যক্ত ৩০ ফুট গর্তে পড়ে গেছে দুই বছরের এক শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয় লোকজন যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম সার্জিদ (২)। সে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে।

কোয়েলহাট পূর্বপাড়ার স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও জালাল উদ্দীন জানান, দুপুর ১২টার দিকে জমি থেকে মাটি নিয়ে আসা একটি ট্রলি জমিতে আটকে যায়। রাকিব, তার স্ত্রী রুনা খাতুনসহ তাদের দুই বছরের ছেলেকে নিয়ে সেই ট্রলিটি দেখতে যান। পরে শিশুটি তার মায়ের কোল থেকে নেমে জমির মধ্যে হাঁটছিল।

এরই মধ্যে একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে মধ্যে পড়ে যায় সে। কিন্তু তার মা-বাবা গর্তের মধ্য থেকে শিশুটিকে তুলতে পারছিলেন না। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা এসে মাটি খুঁড়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছে।

শিশুটির মা রুনা খাতুন বলেন, ‘মাটিতে আটকে যাওয়া ট্রলি দেখতে এসে আমার বাচ্চাটি কোল থেকে নেমে যায়। এ অবস্থায় কোথাও যেন কান্নার শব্দ শোনা যায়। আমি তাকে খুঁজছি, কিন্তু দেখতে পাচ্ছি না।’

তানোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল রউফ বলেন, ‘বাচ্চাটি উদ্ধারের জন্য ৫ ঘণ্টা ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ সহায় হলে তাকে জীবিত উদ্ধার করা যাবে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, ‘বাচ্চাটির গর্তে পড়ে যাওয়ার বিষয়টি দুঃখজনক। সবাই দোয়া করুন, বাচ্চাটি যেন উদ্ধার হয়ে মায়ের কোলে ফিরে যেতে পারে।’

Share.
Leave A Reply

Exit mobile version