রাজধানীর মহাখালীতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটে। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে মহাখালীর বটতলা এলাকায়, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনে সড়কে এই ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এবং কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Share.
Leave A Reply

Exit mobile version