রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭ এবং উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এটি একটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে ধরা হচ্ছে।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৫ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল।
ভূমিকম্পের ফলে ভেঙ্গে পড়ে বিভিন্ন স্থাপনা, হেলে পড়ে বড় বড় ভবন। এসব ঘটনায় আহত হয়েছেন সাড়ে চার শতাধিক মানুষের বেশি। আহতরা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টা পর্যন্ত দেশের সরকারি হাসপাতালগুলোতে মোট সাড়ে চার শতাধিক মানুষের বেশি আহত রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৬৭ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ১৬ জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
তবে এর বাইরেও বহু রোগী দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং কোথাও কোথাও ভর্তি রয়েছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এই তথ্য এখনো হালনাগাদকৃত তথ্যে যুক্ত হয়নি। ফলে মোট আহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ভূমিকম্পে এ পর্যন্ত সাড়ে চারশ’র বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিবীক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার। তিনি জানান, ‘সন্ধ্যা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে ভবনের ধস, দেয়াল ধসে যাওয়া এবং আতঙ্কজনিত দৌড়াদৌড়ির কারণে অধিকাংশ আহতের খবর এসেছে।
