মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর সংলগ্ন এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনা মোতায়েনের নির্দেশনা পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
রোববার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি ও মামলার সংবেদনশীলতা বিবেচনায় আদালতপাড়া এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকায় আগামীকাল সোমবার পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েনের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে সেনাসদরে।
এর আগে, গত বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে একইভাবে সেনা মোতায়েনের অনুরোধ জানানো হয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে। সেই অনুযায়ী সেদিন সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়।
