শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে  কেন্দ্র করে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, কিছু মহল পরিকল্পিতভাবে দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চায়। তবে জাতির সংকটময় সময়ে নির্বাচিত সরকারই সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি বলেন, বর্তমানে দেশের রাজনীতি বিভ্রান্তি ও জটিল সংকটের মধ্যে আছে এবং একমাত্র নির্বাচনের মাধ্যমেই দেশে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব। বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দেন, শেখ হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টি করা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়া হবে।

গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার (১৭ নভেম্বর)। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই মামলার রায়ের দিন ধার্য করেন।

এদিকে এই রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। একই সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও তা প্রচার করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version