কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ নিয়ে দেশে আতঙ্কের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, “আগামীকাল সব রাজনৈতিক দল মাঠে থাকবে। আর আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য এনসিপির হাসনাত আব্দুল্লাহ একাই যথেষ্ট। তাঁর নেতৃত্বেই আওয়ামী লীগের কার্যক্রম কার্যত স্থবির হয়ে গেছে।”
বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কক মিলনায়তনে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আব্দুল্লাহ এই বাংলাদেশে যথেষ্ট। এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে। এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে, দেশবাসীর এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
