দক্ষিণ ভারতের অভিনেত্রী গৌরী জি. কিষাণ তার ‘আদার্স’ সিনেমার প্রচারণার সময় একটি আপত্তিকর প্রশ্নের মুখে পড়েন। হঠাৎই আরএস কার্তিক নামের একজন ইউটিউবার অভিনেত্রীর শরীর নিয়ে প্রশ্ন করেন, যা শোনার সঙ্গে সঙ্গে গৌরী প্রতিবাদ জানান। ঘটনার ভিডিও ভাইরাল হলে কার্তিক ব্যাপক সমালোচনার মুখে পড়েন। তিনদিন পর তিনি প্রকাশ্যে ক্ষমা চান।
একটি ভিডিওতে কার্তিক বলেন, “গত কয়েক দিন আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। প্রশ্নটি যেভাবে করেছি, তিনি (গৌরী) সেটিকে ভিন্নভাবে নিয়েছেন। এটি ছিল মজার প্রশ্ন—আমি কাউকে বডি শেম করতে চাইনি।”
তিনি আরো বলেন, ‘আমার প্রশ্নে তিনি নিশ্চয়ই আঘাত পেয়েছেন। এখন যেহেতু সবাই তার পাশে দাঁড়িয়েছে, আমাকে ঘটনাটি পুনর্বিবেচনা করতে হবে। ওই ঘটনার জন্য আমি দুঃখিত। আমার উদ্দেশ্য ভিন্ন কিছু ছিল না।আমি ক্ষমা চাইছি।’
এদিকে কার্তিকের বক্তব্য ভালোভাবে নেননি অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্টস-এর সভাপতি শ্বেতা মেনন। তিনি বলেন, ‘কার্তিকের ক্ষমা চাওয়ার পদ্ধতি আমি ক্ষমা হিসেবে দেখিনি, তার শরীরী ভাষা অন্য কথা বলেছে। আমরা গৌরীসহ সব নারীশিল্পীর পাশে আছি, সে যে ইন্ডাস্ট্রিরই হোক।’ঘটনাটি গত বৃহস্পতিবারের।
চেন্নাইয়ে ছবির প্রচার অনুষ্ঠানে গৌরীর ওজন জানতে চান ইউটিউবার কার্তিক। সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে গৌরী প্রশ্ন করেন— ‘আমার ওজন নিয়ে আপনার কী? এর সঙ্গে ছবির সম্পর্ক কোথায়?’
তিনি আরো বলেন, ‘আমার ওজন আমার ব্যক্তিগত বিষয়। আমার প্রতিভার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি আমার অভিনয় দিয়ে কথা বলি এবং কঠোর পরিশ্রম করছি। আমি এমন চরিত্র বেছে নিয়েছি, যেগুলো ক্যারিয়ারকেন্দ্রিক।’
ওই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হলে গৌরীর পক্ষেই সমর্থন আসে বেশি। অনেক শিল্পী, সংগঠন ও দর্শক তার সাহসের প্রশংসা করেন। পরে অভিনেত্রী পুরো ঘটনার বিষয়ে একটি বিবৃতি দেন।
সূত্র: আউটলুক ইন্ডিয়া
