আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আদেশ অবশ্যই বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১০ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপি আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সংসদ নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে কোনো ধরনের অর্থ খরচ ছাড়াই আমরা যদি ৫০০ ভোটও পাই, সেটিও এনসিপির জন্য অনেক কিছু। কারণ, জনগণ যে সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে নেব।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে। যারা তার আদর্শের রাজনীতি করবে, তাদের এনসিপিতে স্বাগত। হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়েছে, তারা আজ বিএনপির মধ্যেই কোনঠাসা হয়ে আছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের পূর্বে ড. মোহাম্মদ ইউনূসকে অবশ্যই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন করতে হবে। এটি কোনো অর্ধ-আদেশ বা অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপনও নয়। এটি হতে হবে পূর্ণাঙ্গ আদেশ। এবং সেই আদেশ অবশ্যই ড. ইউনূসকে দিতে হবে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এনসিপি কোনো জোটে যাবে না। এনসিপি আলাদাভাবে নির্বাচনে অংশ নেবে। আমাদের সঙ্গে অনেকেই সংস্কারপন্থী হয়ে আসতে চায়। যারা বাংলাদেশ ও জুলাই বিশ্বাস করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের বিপক্ষে তাদের সঙ্গে আমরা ঐক্য করবো।’
তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘কেউ যাতে নির্বাচন বানচাল করতে না পারে, সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন এনসিপি চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আরিফ তালুকদার, নাভিদ নাওরোজ শাহ, মো. মাহবুব আলম ও কেন্দ্রীয় সদস্য মো. সাইফুল ইসলাম।
