জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জেসমিন আরা রুমাকে (২৭) গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টা দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাস থেকে এই ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করা হয়।

জেসমিন আরা রুমাকে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নগরীর মালগুদামএলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেরের মেয়ে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, জেসমিন আরা রুমা জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি। সংশ্লিষ্ট মামলায় এই নেত্রীকে আদালতে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধীন।

Share.
Leave A Reply

Exit mobile version