আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। আন্দোলন ও সংগ্রামে পাশে থাকা সমমনা দলগুলোর জন্য বাকি আসনগুলোর বেশির ভাগ ফাঁকা রাখা হয়েছে।
এছাড়া, একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়নি। ঘোষিত তালিকায় রয়েছেন দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার নামও।
গতকাল সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে রুমিন ফারহানা বলেন, “৬৩ আসন ‘উইথ হোল্ড’ আছে। আমারটাও ‘অন হোল্ডই’ আছে। দল ‘উইনেবল’ প্রার্থী খুঁজে দেখছে, সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
আমাদের মহাসচিব বলেছেন— এটা সম্ভাব্য তালিকা। পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন।’
বিএনপির এই নেত্রী বলেন, ‘১২ থেকে ১৫ বছর ধরে সুখে-দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল, তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে।
সে কারণেই ৬৩টি আসন এখনো ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে।’
মনোনয়ন না পাওয়া নেতাকর্মীদের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, “তাদের এই আবেগকে সম্মান করতে হবে। এই নেতাকর্মীদের কারণেই প্রতিটি মনোনয়নপ্রত্যাশী এক নম্বর, দুই নম্বর বা তিন নম্বর স্থানে আসতে পারেন। নেতাকর্মীদের ভালোবাসা, ত্যাগ, পরিশ্রম ও ঘামের ফলেই আমরা এমন অবস্থানে পৌঁছেছি যে মনোনয়নের প্রত্যাশা করতে পারি।
তাই মনোনয়ন না পেয়ে তাদের মন খারাপ হওয়াটা স্বাভাবিক, এবং সেই অনুভূতিকেও আমাদের সম্মান জানাতে হবে।”
