বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা জীবনের এক নতুন পর্যায়ে পৌঁছেছেন। আগেই আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যের ইতি টেনেছিলেন তিনি, এবং অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের ‘পোক্ত’ সম্পর্কও ভেঙে গেছে।
তবে দীর্ঘ বিরতি নয়, বলিপাড়ায় নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মালাইকা। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত জনপ্রিয় শিল্পী এনরিক ইগলেসিয়াসের ‘হাইভোল্টেজ’ কনসার্টে তিনি এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন, যা নতুন প্রেমের গুঞ্জন সৃষ্টি করেছে।
সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে জোর গুঞ্জন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দু’জনকেই রং মিলান্তি সাদা পোশাকে কনসার্ট উপভোগ করতে দেখা যায়।
মালাইকা যার প্রেমে পড়েছেন, তিনি হিরে ব্যবসায়ী, নাম হর্ষ মেহেতা। মালইকার সঙ্গে তার বয়সের পার্থক্য প্রায় উনিশ বছর।
গত বছর অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। মাসখানেক ধরে তারা একে-অপরকে ডেট করছেন। গত বছর জুলাই মাসে স্পেনে ছুটি কাটানোর সময়েও মালাইকার ফ্রেমে ধরা পড়েছিল তারা।
