পর্তুগালের বৃহত্তর লিসবনের কোস্টা কাপারিকা এলাকায় দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে শামীম হোসেন নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়, সাইকেল চুরিতে বাধা দেওয়ায় জেরে চোরের ধারালো ছুরির আক্রমণের শিকার হন শামীম হোসেন। নিহত শামীম হোসেনের বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালী থানা এলাকায়। তার বয়স আনুমানিক ৩৪ বছর। তিনি স্থানীয় একটি ফাস্টফুডের দোকানে কর্মরত ছিলেন।
