হাইকোর্টে আজ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি সামিরা হক আগাম জামিনের আবেদন করার কথা রয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আপিল বিভাগে তাকে দেখা না গেলেও তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ হাইকোর্টে উপস্থিত হয়ে এ বিষয়ে বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে আলোচনা করেন।
ইশতিয়াক আহমেদ সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক। ২০২১ সালের ১৫ জুলাই সামিরা হকের সঙ্গে তার বিয়ে হয়। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর সাবেক স্ত্রী হিসেবে পরিচিত সামিরার এটি তৃতীয় বিয়ে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর সামিরা তার বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেন। তাদের সংসারে এক পুত্র ও দুই কন্যা রয়েছে। পারস্পরিক সম্মতিতে ২০২১ সালের ২১ জুন তাদের ডিভোর্স কার্যকর হয়।
আজ সকাল ৯ টায় তাকে আপিল বিভাগে বসে থাকতে দেখা যায়। এসময় বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে সামিরার আগাম জামিনের বিষয়ে কথা বলেন তিনি।
