এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ১৮ নভেম্বর ফিরতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ওই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৯ নভেম্বর।
অনলাইন প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর মাধ্যমে টিকিট কেনা যাবে। এর আগে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।
দুই ড্র ও দুই হারে টুর্নামেন্টের মূলপর্বে খেলার আশা আগেই শেষ হয়ে গেছে লাল-সবুজদের। তবু ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা থাকার কথা।
১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
দুই ম্যাচেই খেলবেন ব্রিটিশ-বাংলাদেশি তারকা ফুটবলার হামজা চৌধুরী।
