আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) পালিত হবে যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন। ওই দিন সরকারি ছুটি থাকবে।
এরপরের দুই দিন, অর্থাৎ শুক্রবার ও শনিবার, সাপ্তাহিক ছুটি। ফলে চাকরিজীবীরা টানা তিন দিন বিশ্রাম উপভোগ করতে পারবেন।
এর আগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলতি অক্টোবরের শুরুতে টানা ৪ দিনের ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা।
এর মধ্যে ১ অক্টোবর ছিল নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে এক দিন ছুটি এবং এরপর ছিল শুক্রবার শনিবার সাপ্তাহিক ছুটি।
