পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিয়ে একটি বড় ধরনের সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিতীয় শীর্ষ সম্মেলন ‘স্থগিত’ হওয়ার ঠিক পরদিন, বুধবার (২২ অক্টোবর) এই তথ্য প্রকাশ করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিন থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ মহড়ার বিস্তারিত নিয়ে প্রেসিডেন্ট পুতিনকে ব্রিফ করছেন।
প্রতিবেদন মতে, মহড়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ অনুশীলনও অন্তর্ভুক্ত ছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।
ইউক্রেন যুদ্ধের গুরুত্বপূর্ণ বিভিন্ন মুহূর্তে, পুতিন প্রায়শই কিয়েভ এবং তার পশ্চিমা মিত্রদের জন্য একটি সতর্কতা সংকেত হিসেবে রাশিয়ার পারমাণবিক শক্তির কথা স্মরণ করিয়ে আসছেন।
এর আগে, চলতি মাসে পশ্চিমা সামরিক জোট ন্যাটোও পারমাণবিক ‘প্রতিরোধ মহড়া’ পরিচালনা করছে।
এদিকে, ট্রাম্পের এশিয়া সফরের ঘোষণার মধ্যে উত্তর কোরিয়া বুধবার বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের এক সপ্তাহ আগে এ ঘটনা ঘটল।
গত মে মাসের পর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ায় লি জায়ে-মিয়ং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও এটি ছিল উত্তর কোরিয়ার প্রথম এ ধরনের উৎক্ষেপণ।
আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) ফোরামের শীর্ষ সম্মেলনে লি এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেখা হওয়ার কথা রয়েছে।চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথেও দেখা করার কথা রয়েছে ট্রাম্পের।
এর মধ্যেই, বুধবার ভোরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছের একটি এলাকা থেকে উত্তর-পূর্ব দিকে ছোড়া বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
