রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের জয় সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি মনে করেন, ইচ্ছাশক্তি থাকলে ইউক্রেন এখনও রাশিয়াকে পরাজিত করতে সক্ষম হতে পারে।

সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের জয়ের কোনো সম্ভাবনা আছে কি না। জবাবে ট্রাম্প বলেন,

“তারা জিততে পারত। আমার মনে হয় না এখন পারবে, তবে চাইলে এখনও সম্ভব।”

তিনি আরও যোগ করেন,

“যুদ্ধ একটি অদ্ভুত জিনিস— এখানে অনেক খারাপ ঘটনা ঘটে, আবার অপ্রত্যাশিত ভালো কিছু ঘটনাও ঘটে।”

রুশ বাহিনীর বেসামরিক এলাকায় হামলার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন,

“হ্যাঁ, হামলা হচ্ছে। তবে যারা নিহত হচ্ছে, তারা মূলত সামরিক সদস্য। প্রতি সপ্তাহে দুই পক্ষেরই পাঁচ থেকে সাত হাজার সেনা নিহত হচ্ছে।”

২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এ পর্যন্ত তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিক বৈঠক করলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

সম্প্রতি ট্রাম্পের বক্তব্যগুলো নিয়েও দেখা দিয়েছে পরস্পরবিরোধিতা। এক মাস আগে তিনি বলেছিলেন, রুশ বাহিনীর দখল করা সব এলাকা ইউক্রেন পুনরুদ্ধার করবে। কিন্তু সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,

“ইউক্রেনকে তার কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে। কারণ পুতিন কিছু না কিছু নিয়েই ছাড়বেন না— তারা লড়াই করে কিছু অর্জন করেছে।”

এদিকে ট্রাম্প জানিয়েছেন, তিনি শিগগিরই রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে হবে এই বৈঠক।

Share.
Leave A Reply

Exit mobile version