প্রায় এক বছরের বিরতির পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘রাজকুমার’ সিনেমায়, যেখানে তিনি অতিথি চরিত্রে ছোট একটি উপস্থিতি দেন। তবে এবার তিনি ফিরছেন পুরোপুরি কেন্দ্রীয় চরিত্রে। তার নতুন সিনেমার নাম ‘অন্তর্যামী’।
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত মাহি, আজ বুধবার জাজ মাল্টিমিডিয়া কর্তৃক প্রকাশিত সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন। পোস্টারে দেখা গেছে তাকে এবং সিনেমার শুটিং শুরুর জন্য তিনি অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন।
‘অন্তর্যামী’ সিনেমাটি একটি লেডি একশন থ্রিলার, যেখানে কোন নায়ক থাকছে না। ছবির পরিচালক সৈকত নাসির, যিনি ‘অগ্নি-২’-এর মতো জনপ্রিয় ছবিরও পরিচালক।
জাজ মাল্টিমিডিয়া ফেসবুক পেজে ‘অন্তর্যামী’ থিমিটিক পোস্টার দিয়ে লিখেছে, ‘অন্তর্যামী’ একটি লেডি একশন সিনেমা। এতে কোন নায়ক নেই। ‘অন্তর্যামী’-কে ‘অগ্নি-২’র পরের গল্প বলতে পারেন। কিন্তু এই সিনেমা অগ্নি না, কারণ অগ্নি হবে প্রতিশোধের গল্প। আর ‘অন্তর্যামী’ হলো সারভাইবাল স্টোরি।
