দেশের বিমানবাহিনীকে আধুনিক ও সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার জোরালো পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায়, চীন থেকে জে-১০সি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত ইতোমধ্যেই বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সেই আলোচনার রেশ না কাটতেই নতুন খবর এসেছে—ইতালির কাছ থেকে ইউরোফাইটার টাইফুন সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে সরকার।
এখানেই থেমে নেই আধুনিকায়নের উদ্যোগ। খুব শিগগিরই পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমান এবং তুরস্কের টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টারও যুক্ত হচ্ছে বিমানবাহিনীর বহরে, যা সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ২০২৭ সালের মধ্যে ইতালি থেকে ১০টি ৪.৫ প্রজন্মের মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্ক থেকে ছয়টি টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। এ উদ্যোগের নীতিগত অনুমোদন ও দুই দেশের সরকারের সম্মতিতে চুক্তিপত্র চূড়ান্ত করার লক্ষ্যে ইতালি ও তুরস্কের পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করবে অন্তর্বর্তী সরকার।
আর এ পরিকল্পনায় একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে ১২ সদস্যের একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হবে। এতে প্রধান উপদেষ্টা কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান সদরের বিশেষজ্ঞরা থাকবেন। এসব সংস্থাকে চলতি মাসের ২০ তারিখের মধ্যে প্রতিনিধি মনোনয়ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসবে এই যৌথ কমিটি এবং ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে ক্রয়চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
