বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের মানুষ ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। ফ্যাসিবাদ বিদায় নিলে গণতন্ত্রের পথ খুলে যাবে— এটাই স্বাভাবিক নিয়ম।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ ও মডেল মসজিদে তালগাছের চারা রোপণ শেষে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, এখন দেশের মানুষ জনগণের ভোটে নির্বাচিত সরকার চায়। জনগণ ভোট দিয়ে নিজের প্রতিনিধি নির্ধারণ করতে চায়। কিন্তু পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের যে চেষ্টা চলছে, জনগণ তা মেনে নেবে না। যারা এসব বলছে— তারা মুখে এক, কাজে আরেক। একদিকে পিআর পদ্ধতির কথা বলছে, অন্যদিকে মাসের পর মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছে— এটা নিছক মুনাফিকি।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন— বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ২৫ থেকে ৩০ কোটি বৃক্ষ রোপণ করা হবে। তারই অংশ হিসেবে টুকু টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৮০ হাজার বৃক্ষ উপহার দিয়েছেন। বর্তমানে তিনি তালগাছ রোপণ কার্যক্রমে যুক্ত আছেন।
টুকুর ভাষায়, “তালগাছ বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে। একসময় টাঙ্গাইলে প্রচুর তালগাছ ছিল, এখন তা হারিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বজ্রপাতে অনেকের মৃত্যু হয়েছে— তাই স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে তালগাছ লাগানো হচ্ছে। টাঙ্গাইল সদরের প্রতিটি এলাকায় তালগাছ রোপণ করা হবে, যাতে মানুষ বজ্রপাতের ঝুঁকি থেকে নিরাপদ থাকে।”
তিনি আরও বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাই দলীয় প্রতিযোগিতা স্বাভাবিক বিষয়। যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁরা সবাই যোগ্য। দল বিবেচনা করে মনোনয়ন দেবে, আর দল যাকে মনোনয়ন দেবে, সবাই তার পক্ষে কাজ করবে— এটাই দলের সংস্কৃতি।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাবেক চেয়ারম্যান লাবলু মিয়া লাভসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
