হামাসের আলোচক দলের প্রধান খলিল আল-হায়া জানিয়েছেন, গাজা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের নিশ্চিয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীরা। তিনি জানান, তাদেরকে নিশ্চয়তা দেয়া হয়েছে যে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অর্থ হলো গাজা যুদ্ধ ‘স্থায়ীভাবে শেষ’। খবর দ্য জেরুজালেম পোস্টের।
টেলিগ্রামে দেয়া বিবৃতিতে আল-হায়া জানান, দায়িত্ববোধ এবং ইতিবাচক মনোভাব নিয়ে হামাস প্রতিনিধিদল প্রথম পর্যায়ের চুক্তি বাস্তবায়নের বিস্তারিত বিবরণ চূড়ান্ত করেছে।
বিবৃতিতে তিনি হামাস সদস্যদের বীরত্বপূর্ণ কাজের প্রশংসা করেন। বলেন, তারা এমন একটি যুদ্ধ চালিয়েছে যা বিশ্ব আগে কখনো দেখেনি। আল-হায়া আরো বলেন, চুক্তির ফলে ইসরাইল বন্দি সকল ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তি দেবে এবং রাফাহ ক্রসিং উভয় দিকেই খুলে দেয়া হবে।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ওসামা হামদান বৃহস্পতিবার আল-জাজিরাকে বলেন যে, কোনো ফিলিস্তিনি নিরস্ত্রীকরণ মেনে নেবে না।
এদিকে, আজ শুক্রবার গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার। নিরাপত্তা মিন্ত্রসভায় চুক্তি নিয়ে ভোট হয়। এরআগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার দেয়া ২০ শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে হামাস ও ইসরাইল। যুদ্ধিবিরতি চুক্তির খবেরে স্বস্তি নেমেছে গাজায়। ইসরাইলে উল্লাস করেছেন জিম্মিদের পরিবারের সদস্যরা।
