গণঅধিকার পরিষদ এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বা আসন সমঝোতায় যায়নি বলে জানালেন দলটির সভাপতি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি স্পষ্টভাবে এই তথ্য দেন।

নুর লিখেছেন, “গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি বলা হয়েছে যে আমরা কারও সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত এক বছরে অন্তত একশবার মিডিয়ার সামনে বলেছি—আমাদের কারও সঙ্গে কোনো সমঝোতা হয়নি।”

তিনি আরও জানান, নির্বাচন ঘনিয়ে আসায় কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে, তবে সেটি এখনো কোনো আনুষ্ঠানিক জোট নয়।
তার ভাষায়—

“আমরা ৩০০ আসনেই প্রার্থী দেয়ার লক্ষ্যে কাজ করছি। ইতোমধ্যে ৩৬টি আসনে আনুষ্ঠানিকভাবে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।”

নুরুল হক নুর বলেন, খুব শিগগিরই বাকি আসনগুলোতেও ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করা হবে।
একই সঙ্গে তিনি সাংবাদিকদের অনুরোধ জানান—দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে কথা না বলে মনগড়া বা অনুমাননির্ভর খবর প্রকাশ না করতে।

শেষে তিনি দলের দুই দায়িত্বপ্রাপ্ত নেতার নাম ও ফোন নম্বর প্রকাশ করে জানান, “গণঅধিকার পরিষদ সম্পর্কিত যেকোনো তথ্য জানতে সরাসরি তাদের সঙ্গেই যোগাযোগ করুন।”

Share.
Leave A Reply

Exit mobile version