পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে জানতে চেয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান নিতে আগ্রহী—তা স্পষ্টভাবে প্রকাশ করা হোক।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি নাহিদ ইসলাম উপদেষ্টাদের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ‘সেফ এক্সিটের’ চিন্তা করার অভিযোগ তুলেছিলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার প্রতিক্রিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে বলেন, দেশের বিভিন্ন সময়ে নানা ঝড়-ঝঞ্ঝায় কোথাও পালিয়ে যাইনি। আগামীতেও দেশে থাকব।

তিনি জোর দিয়ে বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায়। অর্থাৎ, সুনির্দিষ্টভাবে কোন কোন উপদেষ্টা নিরাপদ প্রস্থানের কথা ভাবছেন, তার নাম প্রকাশ করতে হবে নাহিদ ইসলামকে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ মূলত আইনি বিষয় এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

উল্লেখ্য, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম দাবি করেছিলেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন এবং তারা নিজেদের জন্য নিরাপদ প্রস্থানের চিন্তা করছেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান এই বক্তব্যের পরই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version