গাজায় হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে বলেছেন, ইসরাইলের নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন না হওয়া পর্যন্ত গাজায় সামরিক অভিযান থামবে না।
নেতানিয়াহু বলেন, “সব জিম্মিকে মুক্ত করা, হামাস শাসনের অবসান ঘটানো এবং গাজা যেন তেলআবিবের জন্য আর কোনো হুমকি না থাকে— এই তিনটি বিষয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চলবে।”
মঙ্গলবার (৭ অক্টোবর) গাজা যুদ্ধের দুই বছর পূর্তিতে প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেন তিনি। খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।
অন্যদিকে, হামাসের এক শীর্ষ মধ্যস্থতাকারী বলেছেন, “আমরা ইসরাইলকে এক মুহূর্তের জন্যও বিশ্বাস করি না।”
তিনি জানান, একদিকে ইসরাইল গাজায় সংঘাত বন্ধে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছে, অন্যদিকে নির্বিচারে বোমা বর্ষণ করছে দখলদার বাহিনী।
মঙ্গলবারও ইসরাইলি সেনারা গাজার পূর্বাঞ্চলীয় শুজায়া ও দারাজ এলাকায় তীব্র হামলা চালায়।
স্থানীয় সূত্র জানায়, চলমান হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। বহু পরিবার এক আঘাতেই নিশ্চিহ্ন হয়ে গেছে।
কোথাও কোথাও কেবল একটি শিশু বেঁচে আছে, বাকিরা আর নেই। আহতের সংখ্যা ইতোমধ্যে এক লাখ ৭০ হাজারে পৌঁছেছে।
গাজার এই মানবিক বিপর্যয় নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়লেও, ইসরাইল এখনও শান্তির কোনো ইঙ্গিত দিচ্ছে না।
