চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি নেতাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে হাটহাজারীর মদুনাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আবদুল হাকিম বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম এগ্রো নামে একটি গরুর খামাারের সত্ত্বাধিকারী। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি।

কি কারণে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত গাড়িটি ঘটনাস্থলে পড়ে রয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির দলীয় সূত্র।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, গুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানাতে পারব।

Share.
Leave A Reply

Exit mobile version