ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসম্পৃক্ততা বাড়াতে ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। দলটির নীতিনির্ধারকদের মতে, প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হলে প্রস্তুতির জন্য সময় খুব সীমিত। তাই এখন থেকেই সর্বাত্মকভাবে মাঠে নামতে চায় তারা। জনগণকে নির্বাচনমুখী করার লক্ষ্যেই বিএনপি এসব কর্মসূচি শুরু করছে, যার প্রথম ধাপে অংশ নেবেন দলের নারী কর্মীরা।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে খুলনা বিভাগ দিয়ে কর্মসূচি শুরু হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিপরীতে সত্য তথ্য তুলে ধরা হবে। এবারের নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক জোয়ার তৈরি করতে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে বিএনপির হাইকমান্ড।

এরই মধ্যে সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। দলের একক প্রার্থী নিশ্চিতে আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ডেকে কথা বলছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা।

এ ছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে বিএনপি নেতাকর্মীরা সনাতন সম্প্রদায়ের পাশে থেকে কাজ করছেন। দল ও জোটের একক প্রার্থী ঠিক করতে চলতি অক্টোবর মাসে তৃণমূলে ব্যাপকভিত্তিক নির্বাচনী কর্মসূচিতে নামতে চায় দলটি। এ নিয়ে সম্প্রতি দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে বিস্তারিত আলোচনাও হয়েছে। পূজা শেষে নির্বাচনমুখী জনসম্পৃক্ত কর্মসূচি ঘোষণা করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাবে দলটি।

Share.
Leave A Reply

Exit mobile version