শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা না দিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা দাবি জানাচ্ছি—নির্বাচনের আগে কমিশনের পক্ষপাতদুষ্ট সদস্যদের পদত্যাগ করতে হবে এবং কেবল নিরপেক্ষ সদস্যদের রেখে কমিশন পুনর্গঠন করতে হবে।”

তিনি আরও বলেন, “প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভদ্র ভাষায় কথা বলেন বটে, কিন্তু তার কর্মকাণ্ডে সে ভদ্রতার প্রতিফলন আমরা দেখি না। তার সব কাজ একটা দলের পক্ষে দেখতে পাচ্ছি। সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে ওনার নিরপেক্ষ থাকা উচিত। যদি ওনি কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক আচরণ করে থাকেন, ওনি গণমাধ্যমে এভাবে বলতে পারেন না—শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে আমি ব্যাখ্যা দিতে পারব না। ওনাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে এবং জবাবদিহির আওতায় আসতে হবে।

যদি সিইসি জবাবদিহির আওতায় না আসে তাহলে হয়তোবা আমরা নির্বাচন কমিশন ঘেরাও দিয়ে ওনাকে পদত্যাগ করতে বাধ্য করব।

তিনি বলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ব্যাপারে যে তথ্য-প্রমাণ আছে, জাতিসংঘের যে রিপোর্ট—তাতে সরকার এই দলগুলোকে এখনই নিষিদ্ধ করতে পারে।

কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে দাবি করে তিনি বলেন, অনেকের আত্মীয়-স্বজনের খবর আমরা পাচ্ছি। উপদেষ্টাদের কে কে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি।

Share.
Leave A Reply

Exit mobile version