মাগুরার হাজরা তলা এলাকার সর্বজনীন শিবমন্দিরে ভাঙচুরের ঘটনায় প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কাজ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
শুক্রবার বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এক বার্তায় বিষয়টি জানানো হয়। একইসঙ্গে পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজেও তা প্রকাশ করা হয়েছে।
ওই পোস্টে পুলিশ বলছে, মাগুরায় গত রাতে সর্বজনীন হাজরা তলা শিবমন্দিরে ভাঙচুরের ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। মন্দিরটিতে টাইলসে আঁকা শিবের চিত্রকর্ম ছিল। এই টাইলসটি অজ্ঞাত কেউ ভেঙে ফেলেছে।
মন্দিরটি সম্পূর্ণ অরক্ষিত এবং এর এক কিলোমিটার মধ্যে কোনো জনবসতি নেই।
এটি বিলের মধ্যে দিয়ে যাওয়া একটি পাকা রাস্তার পাশে একেবারে খোলা জায়গায় অবস্থিত। সেখানে বিদ্যুৎ কিংবা সিসিটিভি ক্যামেরাও নেই বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, একজন ব্যক্তি নাকি ঘটনাস্থল থেকে কাউকে দৌড়ে যেতে দেখেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।