আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে জয়ী করার উদ্দেশ্যে ‘নীলনকশা’ করা হয়, তাহলে জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, “বিতর্কিত ডাকসু ও জাকসু নির্বাচনের পর থেকেই জাতীয় নির্বাচন নিয়ে জনমনে গভীর শঙ্কা তৈরি হয়েছে। মানুষ ভাবছে, এটিও কি পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যমূলক ফলাফলের পথে এগোচ্ছে না?”
তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন মাটির তলায় চাপা দিয়ে শেখ হাসিনা তার রাজত্ব কায়েম করতে চেয়েছেন এবং একে-ওকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ঠিক সেই একই কায়দায় যদি আগামী নির্বাচনেও কাউকে বা কোনো দলকে জিতিয়ে দেওয়ার নীলনকশা থাকে, তা হবে জাতির জন্য চরম দুর্ভাগ্যজনক।
ডাকসু নির্বাচন নিয়ে বিএনপির এই নেতা বলেন, ডাকসু নির্বাচন হওয়া নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু যে পদ্ধতিতে হয়েছে তা নিয়ে গুরুতর আপত্তি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করেই এই নির্বাচন করেছেন।
ডাকসুর ব্যালট ছাপা নিয়ে প্রশ্ন রিজভীর, ষড়যন্ত্রের অভিযোগ সেলিমা রহমানের
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, “নীলক্ষেত থেকে ডাকসুর ব্যালট কেন ছাপানো হলো? এটি কি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর স্বার্থে করা হয়নি?” তিনি বলেন, “সরকারের উচিত ছিল এ ধরনের গুরুতর বিষয়গুলো তদন্ত করে দেখা। কিন্তু তারা বরং এসব প্রশ্ন এড়িয়ে যাচ্ছে।”
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে। তিনি বলেন, “এই চক্রান্ত প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই আমরা জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করব।”