দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত তিনটি দেশ—যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।
রোববার (২১ সেপ্টেম্বর) একে একে এই ঘোষণাগুলো দেয় দেশগুলো।
সবার আগে কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এরপর অস্ট্রেলিয়া এবং সর্বশেষে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনর্জীবিত করতে আমি আজ অসাধারণ এ দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এর আগে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে কানাডা; একইসঙ্গে ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যত গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতিও দিচ্ছে।
কানাডা ও অস্ট্রেলিয়া অবশ্য জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল। তবে, এর আগেই স্বীকৃতির ঘোষণা দিয়ে ফেলল তারা। অপরদিকে রোববার ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আভাস আগেই দিয়েছিল যুক্তরাজ্য।
চলতি বছরের জুলাই মাসেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্কবার্তা দিয়েছিলেন—যদি সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত না হয় এবং দীর্ঘমেয়াদি, টেকসই শান্তিচুক্তির কোনো প্রতিশ্রুতি না দেয়, তাহলে যুক্তরাজ্য তাদের অবস্থানে পরিবর্তন আনবে।
ব্রিটেনের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ইসরায়েলি সরকার, বন্দিদের পরিবার এবং কিছু কনজারভেটিভ নেতা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এই ধরনের পদক্ষেপ সন্ত্রাসবাদের হাতকে আরও শক্তিশালী করবে।