আবারো শান্তিতে নোবেল পুরস্কারের দাবি তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, চলতি বছরের শুরুতে ভারত-পাকিস্তানসহ সাতটি যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে ট্রাম্প বলেন, “আমরা যুদ্ধ থামাচ্ছি, শান্তি চুক্তি করছি। ভারত-পাকিস্তান থেকে থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরাইল-ইরান, মিশর-ইথিওপিয়া, রুয়ান্ডা-কঙ্গো—সব জায়গায় সংঘাত থেমেছে। এর ৬০ শতাংশই থেমেছে বাণিজ্যের কারণে।”
তিনি আরও দাবি করেন, ভারত-পাকিস্তানের মতো সংঘাত থামাতে তিনি কৌশল নিয়েছিলেন বাণিজ্যকে হাতিয়ার হিসেবে। তার ভাষায়, “আমি বলেছিলাম, যদি লড়াই চালাও তবে বাণিজ্য বন্ধ হবে, আর তোমাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে।”
ট্রাম্প মজার ছলেই প্রশ্ন তুললেন—“যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারলে একটি নোবেল দেওয়া যায়, তবে সাতটি যুদ্ধ থামানোর জন্য আমার সাতটি নোবেল পাওয়া উচিত।”
তিনি জানান, রাশিয়া-ইউক্রেন সংঘাত সমাধান সহজ হবে ভেবেছিলেন, কারণ পুতিনের সঙ্গে তার সম্পর্ক ভালো। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে হতাশা প্রকাশ করেছেন।
সূত্র: এনডিটিভি