এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সুপার ফোরের এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।
গ্রুপ পর্বে ভারতকে হারাতে ব্যর্থ হয়েছিল পাকিস্তান। সাত উইকেটে হারের পর এবার তারা নামছে নতুন কৌশলে। প্রধান কোচ মাইক হেসন ও অধিনায়ক সালমান আলি আগা সিদ্ধান্ত নিয়েছেন, ভারতের ব্যাটিং শক্তি মোকাবেলায় স্পিন নয়, ভরসা থাকবে পেস আক্রমণে।
ফলে একাদশে আসছে বড় পরিবর্তন। হাসান নওয়াজ ও খুশদিল শাহর জায়গা অনিশ্চিত। দলে ফিরতে পারেন ফাহিম আশরাফ, আর প্রথমবারের মতো এশিয়া কাপে নামতে পারেন অলরাউন্ডার হুসেইন তালাত। ইতোমধ্যে ভারতের বিপক্ষে ১২ জনের তালিকা প্রকাশ করেছে টিম ম্যানেজমেন্ট।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, হুসেইন তালাত, ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।