বিএনপি কখনই কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়—এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা আওয়ামী লীগের সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করতে বলেছি, যে কার্যক্রমগুলো ভায়োলেন্স সৃষ্টি করেছে, গণতন্ত্রের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, অর্থনীতির ক্ষতি করেছে।

তিনি বলেন, আমরা কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ চাইনি। আমরা না করে দিয়েছি পরিষ্কারভাবে; বলেছি, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই।

এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গে করা আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার বলেছি, পিআরের ব্যাপারে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই। কারণ আমরা মনে করি বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নেই।

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের কর্মসূচি নিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব। আলোচনার মধ্যে কর্মসূচির অর্থ অহেতুক চাপ সৃষ্টি করা, যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়।

মির্জা ফখরুল বলেন, আমি মনে করি এটার কোনো প্রয়োজন ছিল না। কারণ আলোচনা শেষ হয়নি এখনো। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে অহেতুক একটা চাপ সৃষ্টি করা। যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়। এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এভাবে রাজপথে নেমে কি কোনো সমাধান আসবে? আমরা এখনো একটি বড় রাজনৈতিক দল—এ নিয়ে কোনও সন্দেহ নেই। পট পরিবর্তনের পরও আমরা কোনো ইস্যুতে রাজপথে নামিনি। সব কিছুই আমরা আলোচনা ও শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে চাই। আমার বিশ্বাস, এ সমস্যারও সমাধান আলোচনার মাধ্যমেই হবে।”

Share.
Leave A Reply

Exit mobile version