ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছে ইসরায়েলের বামপন্থি ইহুদি ও আরবদের রাজনৈতিক সংগঠন জাজিম। সংস্থাটির উদ্যোগে শুরু হওয়া এ পিটিশনে ইতোমধ্যে সমর্থন জানিয়েছেন সাত হাজার পাঁচ শতাধিক ইসরায়েলি নাগরিক।
জাজিমের নেতারা জানিয়েছেন, আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশন শুরুর আগেই তারা ১০ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করতে চান এবং সেই তালিকা অধিবেশনে পাঠাবেন।
পিটিশনে বলা হয়েছে, “ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে ইসরায়েলের শাস্তি নয়। বরং এটি উভয় জনগণের জন্য নিরাপদ ভবিষ্যৎ ও শান্তিপূর্ণ সম্পর্ক গড়ার সুযোগ।”
এছাড়া এতে সতর্ক করা হয়েছে যে, ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি থেকেই যাবে। কট্টরপন্থি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যরা যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে কেবল বর্ণবাদ ও সহিংসতা উসকে দিচ্ছেন, যা ইসরায়েলি জনগণের ভবিষ্যতকেও সংকটের মুখে ফেলছে।
উল্লেখ্য, ২০২৩ সালে হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। এখন পর্যন্ত এতে প্রাণ হারিয়েছেন ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭০ হাজার মানুষ। জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল বহুবার অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। এমনকি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।
তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে দুর্বল করা ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে। এদিকে ইসরায়েলের এই অবস্থানের বিপরীতে বিশ্বজুড়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও আরও জোরালো হচ্ছে।
সূত্র : আনাদোলু এজেন্সি