জুলাই সনদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনিশ্চয়তার মধ্যে রাখলে এতে সবচেয়ে বেশি লাভবান হবে পতিত স্বৈরাচার—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যদি আমরা জুলাই সনদ ঝুলিয়ে রাখি, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি, বাধাগ্রস্ত বা বিলম্বিত করি, তাহলে সেটার বেনিফিশিয়ারি হবে পতিত ফ্যাসিবাদ। কোনো ধরনের অসাংবিধানিক শক্তি এর জন্য লাভবান হবে। আর এর পরিণতি কী হবে, তা জাতি অনেকবার ভোগ করেছে। সেই পরিণতিকে আমরা আবারও আহ্বান জানাতে পারি না।
তিনি বলেন, “আমরা চাই আলাপ-আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে এবং একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে। অনেক ত্যাগ ও রক্তদানের মধ্য দিয়ে অর্জিত জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা ছিল, সেই লক্ষ্যেই আমরা একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে চাই।”
