এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ করেছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে জয়ে দারুণ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চাপে পড়ে লিটন দাসের দল। তবে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা এখনো টিকে রেখেছে টাইগাররা।
তবে বাংলাদেশের ভাগ্য এখন নির্ভর করছে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর। আলোচনায় উঠে এসেছে নেট রানরেট। হংকংয়ের বিপক্ষে সহজ জয়টা যদি কয়েক ওভার আগেই আসত, তবে আজ এতটা সমীকরণের দিকে তাকাতে হতো না—এমন আক্ষেপ ক্রিকেটারদের মাঝেও স্পষ্ট।
তবুও আফসোসের পথে হাঁটতে নারাজ তানজিদ তামিম। তিনি বলেন, “এটা নিয়ে আফসোস করতে চাই না। অতীত হয়ে গেছে। এখন সামনে যে সমীকরণ আছে, সেটাতেই মনোযোগ দেব।”
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের আগে নেট রানরেট মাথায় ছিল কি না—এমন প্রশ্নে তামিম জানান, “অবশ্যই মাথায় ছিল। সুযোগও ছিল। তবে সবচেয়ে জরুরি ছিল ম্যাচটা জেতা, সেটা আমরা পেরেছি।”
বড় টুর্নামেন্টে বারবার সমীকরণের খেলা খেলতে হয় কেন—এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা আসলে এভাবে ভাবি না। প্রতিটা ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে বাজেভাবে হেরেছি, কিন্তু মাঠে নামলে সবসময় শতভাগ দেওয়ার চেষ্টা করি।”
বাংলাদেশ দল এখন অপেক্ষায়—শেষ পর্যন্ত সমীকরণ মিলবে কি না, তা জানাবে সময়ই।