মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের রপ্তানিতে অতিরিক্ত শুল্ক আরোপের কয়েক সপ্তাহ পর আগামীকাল বাণিজ্য বিষয়ক বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ভারত। তবে বৈঠকের আগেই ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।
যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টা কিনতে অস্বীকৃতি জানালে ভারত মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাতে পারে—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
লুটনিক বলেন, “ভারত গর্ব করে বলে তাদের ১.৪ বিলিয়ন মানুষ রয়েছে। তাহলে ১.৪ বিলিয়ন মানুষ এক বুশেল মার্কিন ভুট্টাও কিনবে না? এটা কি বিরক্তিকর নয়—তারা আমাদের কাছ থেকে কিছুই কিনতে চায় না, অথচ আমাদের বাজারে সবকিছু বিক্রি করতে চায়? সবকিছুর ওপর তারা শুল্ক আরোপ করে।”
লুটনিক জানান, ডোনাল্ড ট্রাম্প ভারতকে শুল্ক কমাতে এবং আমরা তাদের যেভাবে আচরণ করি, আমাদের সাথেও সেরকম আচরণ করতে বলেছেন।
তিনি বলেন, ট্রাম্প প্রশাসনকে বছরের পর বছর ধরে চলা ভুল সংশোধন করতে হবে, তাই আমরা এটি ঠিক না করা পর্যন্ত অন্যভাবে শুল্ক আরোপ করতে চাই।
মার্কিন বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এটা প্রেসিডেন্টের (ট্রাম্প) মডেল। হয় আপনি এটি গ্রহণ করুন, নতুবা বিশ্বের বৃহত্তম ভোক্তার সাথে ব্যবসা করতে আপনার কঠিন সময় কাটবে।
উল্লেখ্য, নয়াদিল্লিতে কাল যুক্তরাষ্ট-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন বৈঠকে কি সিদ্ধান্ত আসে সেটাই দেখার বিষয়।
সূত্র: এনডিটিভি