এশিয়া কাপ ২০২৫-এ ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগেই শুরু হয়েছে বিতর্ক। টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানি অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে প্রচলিত নিয়ম অনুযায়ী হাত মেলাতে অস্বীকৃতি জানান। এই ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যেখানে চলছে তীব্র আলোচনা ও মতবিরোধ।
রাজনৈতিক টানাপোড়েন, সীমান্ত উত্তেজনা আর সম্প্রতি পেহেলগাম হামলা ও ‘অপারেশন সিঁদুর’- এর পর ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে এমনিতেই ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন ভারতের সাধারণ মানুষ। এমন প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে বছরের প্রথম ম্যাচে সূর্যকুমারের এ পদক্ষেপ নতুন মাত্রা যোগ করেছে।
টসের সময় রবি শাস্ত্রী দুই অধিনায়ককে পরিচয় করিয়ে দিলেও সূর্যকুমার হাত বাড়াননি। পাকিস্তান অধিনায়ক আগাও কোনো উদ্যোগ নেননি; বরং সরাসরি টিম লিস্ট আম্পায়ারের হাতে দিয়ে চলে যান। এমনকি দুজনের মধ্যে চোখাচোখিও হয়নি।
এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ম্যাচের সকালেই সতীর্থদের জানিয়ে দেন সূর্যকুমার যে তিনি পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাবেন না। তবে দলের অন্যরা চাইলে মেলাতে পারেন—এ সিদ্ধান্তও তিনি তাদের ওপর ছেড়ে দেন।
এর আগেই আরেক বিতর্কে নাম জড়ায় পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফের, যিনি প্রকাশ্যে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতীয় সেনাদের কটাক্ষ করেছিলেন। ফলে ম্যাচ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।
ম্যাচের আগে ভারতের সহকারী কোচ রায়ান টেন ডশকাটে বলেন, খেলোয়াড়রা দেশের মানুষের আবেগ বোঝেন, তবে গৌতম গম্ভীরের বার্তা একদম স্পষ্ট— “শুধু ক্রিকেটে মনোযোগ দাও, বাইরের সব বিতর্ক উপেক্ষা করো।”
এর আগেও অফিসিয়াল অধিনায়ক সম্মেলনে করমর্দন নিয়ে বিতর্ক দেখা দেয়। শুরুতে পাকিস্তানি অধিনায়ক সালমান আগা মঞ্চ ছেড়ে চলে গেলেও পরে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলান। তবে সেই ঘটনাও ভারতীয় সমর্থকদের মধ্যে ভালো প্রতিক্রিয়া তৈরি করতে পারেনি।