বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. বরকত উল্ল্যাহ বুলু অভিযোগ করেছেন, “একটি দল পিআরের নামে নির্বাচন বানচাল করতে চায়। অথচ দেশের মানুষ পিআর ব্যবস্থা সম্পর্কে জানেই না।”
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে পৌর ও সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বুলু বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরে ১৭ বছর রাজনীতি করেছেন। আজকের এই সম্মেলন তার দীর্ঘদিনের সংগ্রামের ফল। বিএনপির মনোনয়ন জনগণই ঠিক করবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল কারণ তিনি হাইব্রিডদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছিলেন। জনগণের সঙ্গে সম্পর্কহীনরা পালিয়ে গেছে। বিএনপি সবসময় জনগণের প্রতিনিধিদের মনোনয়ন দেবে।”
১৯৮৬ সালের ঘটনা স্মরণ করে বুলু বলেন, শেখ হাসিনা প্রথমে জাতীয় পার্টির অধীনে নির্বাচন প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু দুই দিন পর সেই নির্বাচনে অংশ নেন। অথচ বিএনপি ছাড়া সবাই সেই ভোটে অংশগ্রহণ করেছিল।
বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশপ্রেমের কারণে তিনি কখনো দেশ ছেড়ে যাননি। তিনি ছিলেন শিক্ষা, উপবৃত্তি, বিনা মূল্যে বই বিতরণ ও সরকারি কর্মচারীদের বেতন চালু করার মতো ঐতিহাসিক সিদ্ধান্তের নেপথ্যের নায়ক।
বক্তব্যে বুলু জিয়াউর রহমানকে “আধুনিক বাংলাদেশের স্থপতি” আখ্যায়িত করে বলেন, তিনি দেশকে দারিদ্র্য থেকে উন্নয়নের পথে নিয়ে যান। আওয়ামী লীগকেও তিনি রাজনীতিতে পুনরুজ্জীবিত করেছিলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝি। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন ও পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট হারুনুর রশীদ।
অনুষ্ঠানে জেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করেন বরকত উল্ল্যাহ বুলু।