চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। আহতদের মধ্যে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীও রয়েছেন। বর্তমানে তারা ঢামেকে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সুলতানাবাদ ইউনিয়নের বিনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন: হান্নান মিয়াজী (৬৫), তার স্ত্রী জোহরা বেগম (৬০) এবং তাদের মেয়ে সুরমা আক্তার (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, হান্নান মিয়াজীর ভাতিজা সৌরভ, শুভ ও তাদের মা শিরিনা বেগম দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এর আগে ২০২৩ সালের ৭ নভেম্বর হান্নান মিয়াজী তার ভাই শাহ আলম মিয়াজীর কাছ থেকে ১৫ শতাংশ জমি ক্রয় করেন। মঙ্গলবার সকালে ওই জমিতে হালচাষ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর চড়াও হয়।
হান্নান মিয়াজীর ছেলে নাবিল হোসেন বলেন, ‘আমার বাবা, মা ও অন্তঃসত্ত্বা বোনকে যেভাবে কুপিয়েছে, তা বিশ্বাস করা যায় না। তারা এখন মৃত্যুশয্যায়।’ তিনি দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
স্থানীয়রা জানান, এর আগেও জমি ফেরত না দেয়ায় হান্নান মিয়াজীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। গত বছরের ১৭ ডিসেম্বরও একই পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’