ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা ফেসবুকে দুই শব্দের একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদিনের ভোটগ্রহণ শেষে রাতে, যখন ভোট গণনা চলছিল, তখন তিনি এই স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে উমামা লিখেন, ‘লাইলাতুল গুজব।’ তিনি এই স্ট্যাটসে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে কমেন্ট সেকশনে নানাজন মন্তব্য করছেন।
এর আগে ভোট গ্রহণ শেষ হওয়ার কিছু পরপরই তার ফেসবুক অ্যাকাউন্ট ডিসঅ্যাবল হয়ে যায়। অবশ্য এর কিছু পরেই তিনি তা ফিরে পান। বিষয়টি নিশ্চিত করে একই আইডিতে তিনি লিখেন, ‘ভোট গ্রহণের শেষ সময়ে রিপোর্টিংয়ের ফলে আমার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গিয়েছিল। অনেক চেষ্টার পর কিছুক্ষণ আগে আইডি ফেরত পেয়েছি।’
