ঢাকা শিক্ষা বোর্ড এইচএসসি ২০২৫ পরীক্ষার উত্তরপত্র ও ওএমআর শিট জমাদানের ক্ষেত্রে কড়াকড়ি নির্দেশনা জারি করেছে। নির্ধারিত সময়ের মধ্যে শিট জমা না দেওয়ায় অনেক পরীক্ষক ও প্রধান পরীক্ষকের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করা হলে বোর্ড নতুন করে জমাদানের তারিখ নির্ধারণ করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষকদের আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে এবং প্রধান পরীক্ষকদের ১০ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই উত্তরপত্র এবং ওএমআর শিট জমা দিতে হবে।

এতে বলা হয়েছে, যেসব পরীক্ষক নির্ধারিত তারিখে প্রধান পরীক্ষকের কাছে উত্তরপত্র জমা দেননি, তাদের আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অন্যদিকে, যেসব প্রধান পরীক্ষক উত্তরপত্র মূল্যায়নের পরও নির্ধারিত সময় শেষে বোর্ডে ওএমআর শিট জমা দেননি, তাদের ১০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার সেন্টারে গিয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষক ও প্রধান পরীক্ষকদেরও বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version