ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক, বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানালেন দলীয় নেতা রাশেদ খাঁন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল,
তবে তার স্বাস্থ্য পরিস্থিতি এখনো আশঙ্কাজনক।
দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিযোগ করেন,
নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে।
রাশেদ খাঁন বলেন: নুরের নাক এখনও রক্ত ঝরছে, নাক বাঁকা হয়েছে। মাথায় আঘাত, হাঁটতে পারছেন না।
মুখ হা-ও করতে পারছেন না, কথা বলতে পারছেন না। শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।
পরিবেশ উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন।
রাশেদ খাঁন বলেন, নুর এখন প্লেনে ওঠার মতো অবস্থায় নেই,
তবে এক সপ্তাহের মধ্যে বিদেশে নেওয়ার আশা রয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন: “গতকাল বলা হয়েছে নুর সম্পূর্ণ সুস্থ, কিন্তু তা সত্য নয়। নুর এখনও আগের মতোই অবস্থায় আছেন। ডাক্তাররাও এ বিষয় নিশ্চিত করেছেন।”
নুরের শারীরিক অবস্থা এবং হামলার প্রভাব: চোখের নিচে আঘাতের চিহ্ন। মুখের মাড়িতে প্রচণ্ড ব্যথা। মস্তিষ্কে আঘাতের কারণে সঠিকভাবে কাজ করছে না।
রাশেদ খাঁন দাবি করেন, এই হামলা ফ্যাসিবাদী কার্যক্রমের অংশ, এবং যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি বলছেন, হামলার বিচার হওয়া উচিত, এবং জাতীয় পার্টি ও সংশ্লিষ্টদের সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করা দরকার।