পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন অধিনায়ক লিটন দাস। তাই এশিয়া কাপের আগে তার ফর্ম নিয়ে ছিল শঙ্কা। তবে নেদারল্যান্ডস সিরিজে ব্যাট হাতে ঝলক দেখিয়ে সেই দুশ্চিন্তা দূর করেছেন টাইগার অধিনায়ক। সর্বোচ্চ ১৪৫ রান করে সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন তিনি।
তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশ সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন,
“আমি অধিনায়কত্ব উপভোগ করি বলেই দায়িত্ব নিয়েছি। টানা কয়েকটি সিরিজে ভালো ক্রিকেট খেলছি। ব্যক্তিগত পারফরম্যান্সও দলের জন্য গুরুত্বপূর্ণ। একজন নেতা যখন পারফর্ম করতে পারেন না, তখন দল মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে।”
ফর্মে ফেরায় খুশি লিটন আরও যোগ করেন, “আমাদের দলের সবাই ভালো করছে, আমারও চ্যালেঞ্জ ছিল অবদান রাখার। এবার পারার কারণে আমি ভীষণ আনন্দিত।”
অধিনায়ক হওয়ার পর টানা তিন সিরিজ জয়ের কৃতিত্ব ছুঁয়েছেন তিনি। বিশেষ করে সিলেটে টানা সাফল্যে সন্তুষ্ট লিটন বলেন, “সিলেট ও চট্টগ্রাম ব্যাটিং-বান্ধব ভেন্যু। আউটফিল্ডও দারুণ। অন্যদিকে মিরপুরে খেলা সব খেলোয়াড়ের জন্যই কঠিন। তাই সিলেটে খেলা সত্যিই উপভোগ্য।”
