শোবিজ অঙ্গনের তারকাদের প্রচুর ভক্ত-অনুরাগী রয়েছে। লাখো মানুষের প্রিয় তালিকায় থাকেন তারা। তবে প্রায়শই ভক্তদের অতিরিক্ত উচ্ছ্বাসের কারণে তারকাদের ভোগান্তিতে পড়তে হয়। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের সঙ্গে।

বুধবার (৩ সেপ্টেম্বর) ফেসবুকে ঘটনাটি তিনি শেয়ার করছেন তার ভক্তদের সঙ্গে।

ঘটনা সম্পর্কে জানা যায়, মেসেঞ্জারের ইনবক্সে অভিনেত্রীকে প্রেম নিবেদন করেছেন একজন ব্যক্তি। মেসেজে অভিনেত্রীর ফোন নম্বরও চান সেই ব্যক্তি। মজার ব্যাপার হচ্ছে, সেই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে নেতিবাচক কোনও জবাব দিয়ে হতাশ করেননি পিয়া জান্নাতুল; তাকে দিয়ে দিয়েছিলেন একটা নাম্বার। 

সেই মেসেজেরই একটি স্ক্রিনশট ভক্তদের সঙ্গে শেয়ার করলেন পিয়া। সেই শেয়ার করা স্ক্রিনশটের মেসেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তি তাকে একের পর এক মেসেজ করেছেন। সেখানে ওই ব্যক্তি বলেছেন, তিনি অভিনেত্রীর অনেক বড় ভক্ত। যদিও সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি পিয়া। 

তবে, তার লেখা মেসেজগুলো ছিল, আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।

সেই ব্যক্তি পিয়াকে আরও লিখেছেন, আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।

সবশেষে ওই তিনি লিখেন, প্রতিটি মুহূর্ত আপনার দিকে তাকিয়ে আছি, আশা করি বিশ্বাস করবেন। দয়া করে, আপনার ফোন নাম্বার WhatsApp নাম্বার দিন— প্লিজ।

এসব মেসেজের বিপরীতে কোনো রিপ্লাই করেননি পিয়া জান্নাতুল। শুধু শেষের মেসেজটার পর তিনি একটি নাম্বার দিয়ে দেন সেই ব্যক্তিকে। কিন্তু, নাম্বারটি ছিল আসলে গুলশান থানার। 

অভিনেত্রীর এমন চতুরতায় বেশ মজা পেয়েছেন পিয়ার অনুরাগীরা। কেউ মন্তব্য করেছেন, ‘কী একটা অবস্থা!’, কারো মন্তব্য, ‘সোজা শ্বশুরবাড়ির ঠিকানা।’ কেউ বা লিখেছেন, ‘সে বলল, পৃথিবীর কেউ জানবে না আর আপনি সবাইকে জানিয়ে দিলেন।’ 

এমন বিভিন্ন রকম কমেন্টে ভরে গেছে অভিনেত্রীর পোস্ট। বিষয়টি হাস্যরস হিসেবে বেশ উপভোগ করেছেন অনেকে। 

Share.
Leave A Reply

Exit mobile version