একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের প্রয়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদীকে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ বুধবার তিন সাক্ষী লিখিতভাবে এ অভিযোগ জমা দেন। তারা হলেন- পিরোজপুরের বাসিন্দা মাহবুবুল আলম হাওলাদার, মাহতাব উদ্দিন ও আলতাফ হাওলাদার। তাদের পক্ষে অভিযোগটি দায়ের করেন আইনজীবী পারভেজ হোসেন।
শেখ হাসিনা ছাড়া অপর আসামিদের মধ্যে আছেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ট্রাইব্যুনালের সাবেক সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবির, পিরোজপুরের সাবেক এমপি একেএম আউয়াল।
অভিযোগ দাখিলের পর আইনজীবী পারভেজ সাংবাদিকদের বলেন, ২০০৯ সালে মাহবুবুলকে ডেকে দেলওয়ার সাঈদীর বিরুদ্ধে মামলা করতে বলেন এমপি আউয়াল। রাজি না হওয়ায় তাকে তৎকালীন পিপি কার্যালয়ে তুলে নেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপর নির্যাতনের একপর্যায়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে সাঈদীর নামে মিথ্যা মামলা দিতে বাধ্য করেন। পরবর্তীতে ট্রাইব্যুনালেও এ মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে বাধ্য করা হয় মাহবুবুলকে। তখনও তাকে যাত্রাবাড়ী থানার অধীনে কথিত সেফ হোমে নিয়ে ভয়াবহ নির্যাতন চালানো হয়। অভিযোগকারী বাকি দুই সাক্ষীরও একইভাবে জবানবন্দি নেন তৎকালীন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।
এর আগে, ২১ আগস্ট সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুমসহ নির্যাতনের দায়ে শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ করেন সাক্ষী সুখরঞ্জন বালি।