রাজধানীর বিজয়নগরে সংঘর্ষে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরে এসেছে। শনিবার (৩০ আগস্ট) সকালে তিনি চোখ মেলে তাকান। এরপরই তার সিটি স্ক্যান সম্পন্ন করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ১১টার দিকে নুরকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাত ১২টার দিকে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ এবং নাকের হাড় ভেঙে গেছে। ইতোমধ্যেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে, তবে তাকে এখনো ঝুঁকিমুক্ত ঘোষণা করা যায়নি। আগামী ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
এদিকে নুরের চিকিৎসার জন্য ৬ সদস্যের উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নুরের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং চিকিৎসা চলছে সতর্কতার সঙ্গে।
এর আগে শুক্রবার রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নুরসহ অনেকে আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় তিনি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন।
এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে আহত নুরকে দেখতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল তোপের মুখে পড়েন, যেখানে তাকে ‘ভুয়া ভুয়া’ স্লোগানে হেনস্তা করা হয়।
এছাড়া নুরের খোঁজ নিতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব শফিকুল আলম।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনী বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালায়।