বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের ভেতরে একটি মহল সক্রিয়ভাবে চেষ্টা করছে যেন গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসতে না পারে।
বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “এই ধরনের জটিলতা এড়ানো যেত, যদি তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া হতো। কিন্তু এখন জনগণের অধিকার থেকে তাদের বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে।”
তিনি আরও বলেন, “আজকাল বেশিরভাগ প্রতিষ্ঠানেই দুর্নীতি ছেয়ে গেছে। আগে যেখানে কোনো কাজে ১ লাখ টাকা লাগতো, এখন সেখানে ৫ লাখ টাকা ঘুষ লাগে। রাজনৈতিক নেতারাও এসব দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন, যা দেশের জন্য ভয়াবহ।”
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “৭১’কে ভুলিয়ে দেওয়ার নানা চেষ্টা চলছে। কিন্তু তা কখনো সম্ভব নয়। কারণ আমরা নিজের চোখে দেখেছি শহীদ ভাইদের রক্ত, মা-বোনের ইজ্জতহানি। যারা সেদিন সহযোগিতা করেছে, তারাই আজ বড় বড় কথা বলছে।”
তিনি সরকারের উদ্দেশে বলেন, “সংস্কারের জটিলতা দ্রুত শেষ করুন, নির্বাচনের চূড়ান্ত ব্যবস্থা নিন। জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন। নইলে যাঁরা ফায়দা নিতে চায়, তাঁরা বসে নেই।”