বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে নামলে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হবে। মূলত সে কারণেই জামায়াতে ইসলামীর ‘লক্ষ্যবস্তু’তে পরিণত হয়েছে দলটি। সম্প্রতি একটি টকশোতে বিষয়টি জানান ফজলুর।
তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন হলেই আল্লাহর রহমতে দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে পাস করবে। বিএনপি পাহাড়ের মতো তাদের সামনে দাঁড়িয়ে আছে ভোটের বেলায়।’
আর সে কারণেই বিএনপির সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না জামায়াত, মনে করেন ফজলুর। তিনি বলেন, ‘সেই কারণে তারা নির্বাচনে যেতে চায় না। নির্বাচনে যেতে চায় যদি তারা সামনে বিএনপিকে ধ্বংস করতে পারে। এবং ধ্বংস করার জন্য প্রথমে এই ছেলেরাই আস্তে আস্তে স্লোগান দিল।’
পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে ভোটের জন্য উঠেপড়ে লেগেছে কিছু দল। পিআর পদ্ধতিতে এই দেশের মানুষ বোঝে না। পৃথিবীর ২-৩টা দেশ ছাড়া কোথাও পিআর পদ্ধতি নেই।’
তিনি আরও যোগ করেন, জামায়াত ‘চক্রান্ত করে’ দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এবং তাদের পেছনে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রও’ আছে। তিনি বলেন, ‘তারা চক্রান্ত করে নিজেদের এই দেশে প্রতিষ্ঠিত করেছে, সেই প্রতিষ্ঠার পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সে ষড়যন্ত্রের বহিপ্রকাশে তারা এমন একটা শক্তি হয়ে দাঁড়াইছে যে তাদের এখন অর্থ-বিত্ত সবকিছু আছে। এখন মনে করছে আমরা তো এখন আনঅফিশিয়াল ক্ষমতায় আছি, অফিসিয়াল ক্ষমতায় আমরা জীবনেও যেতে পারব না।’