প্রায় সাড়ে তিন দশক ধরে বলিউডে নিজের স্থান তৈরি করেছেন সালমান খান। এই সময়ে তিনি একাধিক নায়িকার সঙ্গে কাজ করেছেন। তবে তার সিনেমার সেটে নায়িকাদের জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে, যা মেনে চলা না হলে কাজ করা সম্ভব হয় না।
‘জয় হো’ ছবির নায়িকা ও সালমানের ঘনিষ্ঠ সহকর্মী ডেইজি শাহ সম্প্রতি জানিয়েছেন, ভাইজানের সেটে পোশাক নিয়ে কড়া বিধিনিষেধ চালু থাকে। বিশেষ করে মেয়েদের ছোট পোশাক বা বক্ষবিভাজিকা দৃশ্যমান থাকে এমন পোশাক পরে আসা সম্পূর্ণ নিষিদ্ধ।
এমনকি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘অন্তিম’ ছবির শুটিংয়েও এ নিয়ম মানতে হয়েছে নায়িকাদের। সেটে কেউ ছোট পোশাক পরে কাজ করতে পারেননি!
ডেইজি জানান, সালমানের বিশ্বাস, শরীর প্রকাশ করার চেয়ে শরীর ঢেকে থাকা মহিলাদের আরও সুন্দর করে তোলে। সেই কারণে তিনি চান না কোনো অভিনেত্রীকে তার ছবিতে শুধু ‘শো-পিস’ হিসেবে ব্যবহার করা হোক।
উল্লেখযোগ্য, সালমান খান ১৯৮৮ সালে বলিউডে অভিষেক করেন। সেই সময় আজকের প্রজন্মের অনেক নায়িকার বয়স ছিল মাত্র এক বা দুই বছর। তবু আজও তিনি তাদের সঙ্গে সমানতালে অভিনয় করছেন। শুধু তাই নয়, অনেক নায়িকাকে বলিউডে ক্যারিয়ার গড়তে সাহায্য করতেও তিনি ভূমিকা রেখেছেন।